বর্তমানে মানুষের বাঁচার আয়ু কমে আসছে বিভিন্ন কারনে। খুব কম মানুষই এখন ১০০ বছর বয়সের কোটা টপকায়। তবে মানুষের বাঁচার আয়ু বলা যায় ৭০/৮০ বছর সবোর্চ্চ। তবে ভারতের একটি রাজ্যের মানুষ বিগত ২৫ বছরে কেউ-ই‌ ৫০ বছর বয়সের উদ্ধে বাঁচে না।

গ্রামের নাম চুকরু,এটি পশ্চিমবঙ্গের পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত অঞ্চল।  গ্রামের স্থানীয় আদিবাসী পালামুরা দাবি করেছেন যে পানীয় জলে ফ্লোরাইডের উপস্থিতি থাকায় গ্রামের মানুষদের মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গ্রামের এক প্রবীণ ব্যক্তি রাজেশ্বর পাল জানান, "দূষিত জল আমাদের হাড় ও দাঁতকে ক্ষতিগ্রস্থ করে। অনেক তরুণ তাদের জীবন হারিয়েছে"। আমরা গত 25 বছর ধরে এই সমস্যার মুখোমুখি। গ্রামের কেউই 50 বছরের বেশি বয়সী নয়। আমি 69 বছর বয়সী এবং আমি এখানকার সবথেকে প্রবীণ ব্যক্তি। সরকার আমাদের জায়গাটি ছাড়ার পরামর্শ দেয় তবে আমরা সবাই প্রতিবন্ধী। কীভাবে আমরা অন্য কোথাও বেঁচে থাকতে পারি?

మరింత సమాచారం తెలుసుకోండి: