শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গোতাবায়া রাজাপক্ষ। ৫২.২৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হলেন তিনি।  তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতায় নেমে পরাজিত হয়েছেন সাজিথ প্রেমাদাসা। আগামিকালই গোতাবায়া শপথ নেবেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র কহেলিয়া রম্বুকওয়েলার।সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গোতাবায়া আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। আগামিকালই শপথ নেবেন তিনি।’’
শনিবার নির্বাচনের দিন একাধিক বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও, প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ বুথে গিয়ে ভোট দেন বলে জানিয়েছেন সে দেশের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিন্দা দেশপ্রিয়। তবে রাজাপক্ষের জয়ের জন্য তাঁর সন্ত্রাসবিরোধী অবস্থানকেই কৃতিত্ব দিচ্ছেন অনেকে। এ বছর ইস্টারের সকালে ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হয় শ্রীলঙ্কা। তাতে ২৫৯ জন প্রাণ হারান। এর পর রাজাপক্ষের নির্বাচনী প্রচারে সন্ত্রাসবাদই মূল ইস্যু হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকে নিরাপত্তার আশ্বাস দেন তিনি। তাতেই মানুষ তাঁকে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই গোতাবায়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তাঁর উদ্দেশে মোদী লেখেন, ‘গোতাবায়া রাজাপক্ষ, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য আপনাকে শুভেচ্ছা। আমাদের দুই দেশ এবং দেশের নাগরিকদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং গোটা উপমহাদেশের নিরাপত্তার জন্য আপনার সঙ্গে একজোট হয়ে কাজ করতে অপেক্ষায় রয়েছি।’
জবাবে গোতাবায়া লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় নাগরিকদের ধন্যবাদ। ইতিহাস এবং বিশ্বাসের নিরিখে আমাদের দু’টি দেশ একই সুতোয় বাঁধা। আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে আশা করি। আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি।’


మరింత సమాచారం తెలుసుకోండి: