গোটা দেশ জুড়ে বেকারদের সংখ্যা হু হু করে বেড়ে চললেও কেন্দ্র এবং রাজ্য তা অস্বীকার করছে। কেউ কেউ বেকারদের চপ, ঘুগনি বিক্রির পরামর্শ দিচ্ছেন। আর দেশের এই বেকারত্ব নিয়ে এবার জাতীয় স্তরে বেকারত্বের সংখ্যা জানতে সর্বভারতীয় যুব কংগ্রেস চালু করল টোল ফ্রি নাম্বার। যাঁরা বেকার তাঁদের এই নাম্বারে মিসড কল করতে বলা হচ্ছে। 

ইতিমধ্যেই জেলায় জেলায় এব্যাপারে যুব কংগ্রেস কর্মীরা আন্দোলনে নেমে পড়েছেন। মঙ্গলবার বর্ধমানের কার্জন গেটেও এব্যাপারে প্রতিবাদ সভা করা হল। জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে এদিন যুব কংগ্রেস কর্মীরা কার্জন গেটের সামনে চপ ভেজে তা বিক্রি করে প্রতিবাদ জানান। গৌরব সমাদ্দার জানিয়েছেন, উচ্চশিক্ষিত হয়েও তাঁরা চাকরি পাচ্ছেন না। আর তাঁদের নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই তির্ষক মন্তব্য করছেন। তারই প্রতিবাদ জানাতে এদিন তাঁরা প্রতীকি চপ ভেজে তা বিক্রি করেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: