মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হল 'কালপুরুষ' সমরেশ মজুমদারের। দীর্ঘ লড়াইয়ে পর সোমবার প্রয়াত হন বাংলা কথা সাহিত্যিক সমরেশ। এদিন তাঁর শেষযাত্রার আগে উত্তর কলকাতার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মন্ত্রী শশী পাঁজা, প্রবীণ সিপিএম নেতা বিমান বসু, সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। গতকালই সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কলকাতা নয়, তিনি বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর লেখা বেশকিছু সংলাপ বাংলাদেশের মানুষের কাছে আদর্শ বলে তাঁরা মনে করেন। তাই তাঁর শেষযাত্রায় ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনার, কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার ও ফার্স্ট প্রেস সেক্রেটারি রঞ্জন সেন। বেলা ১১ টায় তাঁকে নিমতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম সমরেশ মজুমদারের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। এরপর ষাটের দশকের প্রথমের দিকে কলকাতায় এসে ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। ১৯৭৫ সালে দেশ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস 'দৌড়' প্রকাশিত হয়। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। তবে তাঁর ত্রয়ী উপন্যাস উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ বাংলা সাহিত্য জগতে তাঁকে বিশেষ খ্যাতির উচ্চতায় উত্তীর্ণ করে। এই 'কালবেলা' নিয়েই সিনেমা তৈরি করেন পরিচালক গৌতম ঘোষ। সমরেশের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, স্বপ্নময় চক্রবর্তী, প্রচেত গুপ্ত-সহ নবীন-প্রবীণ অনেক সাহিত্যিকই।

২০১৮ সালে সমরেশ মজুমদারকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শোকবার্তা জানান, বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল:  দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। এছাড়া তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কার-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

మరింత సమాచారం తెలుసుకోండి: