বৃহস্পতিবার পিজির প্রতিষ্ঠা দিবসে সেখানকার অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় জানান এক বছরের মধ্যে ৫০০ শয্যা বাড়ল পিজি হাসপাতালে।এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজারহাটের টাটা মেডিক্যাল সেন্টারের অধিকর্তা ডাঃ মাম্মেন চান্ডি। তিনি এদিন স্যার রোনাল্ড রস বক্তৃতা দেন। ভাষণে ডাঃ চান্ডি ক্যান্সারের আধুনিকতম চিকিৎসাগুলি সম্পর্কে বলেন। তিনি বলেন, ইমিউনোথেরাপি সম্পর্কে। অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর আহমেদ মুস্তাক রাজা চৌধুরী।
এদিন অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নতুন তৈরি হওয়া ট্রমা সেন্টার, ইএনটি ইনস্টিটিউট, স্কুল অব লিভার ডিজিজ মিলিয়ে মোট পাঁচশোর কাছাকাছি শয্যা বেড়েছে পিজিতে। শুধু ট্রমা সেন্টারেই বেড বেড়েছে ২৪৪টি। এছাড়াও, ইএনটি ইনস্টিটিউটের জন্য ৯০টি, লিভার ইনস্টিটিউটের জন্য আরও ২০টি, ইউরো-নেফ্রো ভবনে ১৩০টিরও বেশি শয্যা বেড়েছে।
click and follow Indiaherald WhatsApp channel