তাঁর কেরিয়ারগ্রাফ এখন ঊর্ধ্বমুখী।বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে।বর্তমান শাসকদলের কাছেও খুবই পরিচিত মুখ তিনি।তাবড় তাবড় অভিনেতাদের ছবি যখন ফ্লপ খাচ্ছে , তখন আর্থ সামাজিক মোড়কে দেশপ্রেমের উষ্ণ বার্তা গুঁজে দিয়ে বাজিমাত করছেন তিনি।
যদিও তাঁর কানাডার সিটিজেনসিপ নিয়ে সমালোচনা কম হয়নি এবছর , তবুও তাঁর জয়যাত্রায় কোন কিছুই প্রভা বিস্তার করতে পারেনি।
বৃহস্পতিবার তাঁর ছবি ‘মিশন মঙ্গল’ এর ট্রেলার লঞ্চ হল।প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়।বিপরীতে অভিনয় করেছেন পাঁচ তাবড় অভিনেত্রী, বিদ্যা বালন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, নিত্যা মেনন, সোনাক্ষী সিনহা।ছবিটি মূলত নারী ক্ষমতায়নের রূপ।যার কৃতিত্ব অনেকটাই বর্তাবে অক্ষয়ের ওপর।
ট্রেলারে আরও একটি বিষয় লক্ষ্য করার মত হল আগের ছবিগুলোর অনুরূপ আই ছবিতেও ভারতের মঙ্গল অভিযানের মত সাফল্যকে ঘরোয়া ভাবেই উপস্থাপন করা হবে।দেশের সর্বস্তরের কাছে পৌঁছানই ছবির লক্ষ্য।এই মঙ্গল অভিযান বক্স অফিসে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়।
click and follow Indiaherald WhatsApp channel