সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হওয়া সেলেবদের জীবনের এক অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।মায়ামিতে জন্মদিন পালন করতে গিয়েছেন প্রিয়াঙ্কা।সঙ্গে মা মধু চোপড়া, নিক জোন্স , পরিণীতীও রয়েছেন।সেখানেরই সিগারেট হাতে প্রিয়াঙ্কার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং সমালোচিত হয়েছে।অনেকেই মন্তব্য করেছেন ‘শুধু দীপাবলির সময়েই ওঁর অ্যাজমার কষ্ট হয়। সিগারেট খেলে বুঝি হয়না’।
প্রাসঙ্গিকভাবে দীপাবলির সময়ে প্রিয়াঙ্কা তাঁর অ্যাজমার কথা উল্লেখ করে অনুরোধ করেন বাজি পোড়ান বন্ধ করতে।যদিও কয়েকজন তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন ‘সব কিছুতে সমালোচনা করা বন্ধ করা উচিত। মানুষের একটা ব্যাক্তিগত জীবনও রয়েছে’।
শুধু সিগারেট নিয়ে সমালোচনা নয়, আসামের বন্যা নিয়ে তিনি কোন উচ্চবাচ্য না করায় নিন্দেতে সরব হয়েছেন অনেকেই।অনেকে প্রশ্নও তুলেছেন ‘ আসামের ব্র্যান্ড আম্বাসাডর হওয়া স্বত্বেও প্রিয়াঙ্কা বন্যা নিয়ে নিরুত্তর’ কেও মন্তব্য করেছেন ‘ জন্মদিন পালন থেকে ফুরসত মিললে তো দুর্গতদের কথা ভাববে’। যদিও পরে একটি পোস্ট তিনি দেন সোশ্যাল মিডিয়াতে।
click and follow Indiaherald WhatsApp channel