পরিচালক সুব্রতরঞ্জন দত্ত সম্প্রতি অভিযোগ করেছেন যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাঁর সাথে খারাপ ব্যাবহার করেছেন। তিনি বলেছেন যে বুধবার কাজের প্রস্তাব নিয়ে ঋত্বিককে ফোন করেন তিনি। তখনই অভিনেতা তাঁকে অপমানজনক কিছু কথা বলেন। সেই প্রসঙ্গে  বৃহস্পতিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে জানান, আগের দিন একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে তিনি ক্ষুব্ধ হয়ে জানান ‘‘উনি ওই অভিযোগে যে শব্দগুলো আমার মুখে বসিয়েছেন, সেগুলো সম্পূর্ণ ভুল। ওটা আমার ভোকাবুলারি নয়।’’ 

সুব্রতরঞ্জন দু’টি ছবি পরিচালনা করেছিলেন। কিন্তু আর্থিক অনটনের জন্য নিরাপত্তারক্ষীর কাজ বেছে নেন। সে খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে টলিউডের অনেকেই সুব্রতরঞ্জনের সঙ্গে যোগাযোগ করেন। সে ভাবেই ঋত্বিকের সঙ্গেও যোগাযোগ হয়। 

সুব্রতরঞ্জন বলেন ঋত্বিক কথা দিয়েও কথা রাখেননি। অন্যদিকে অভিনেতা বলেন ‘‘আমি চিত্রনাট্য না শুনে কী ভাবে কারও ছবি করতে রাজি হতে পারি? উনি ফোন করে সরাসরি ডেট চাইছেন! বুধবার আমি খুবই ব্যস্ত ছিলাম। প্রথমে বুঝতে পারিনি, কে কথা বলছেন। উনি বারবার আমার ডেট চাওয়ায়, আগামী মাসগুলোতে আমার ব্যস্ততার কথা জানাই। তখন উনিই ক্রমাগত বলতে থাকেন, ‘তা হলে তুমি করবে না?’ কিন্তু ব্যস্ততার জন্য আমি আর কথা এগোতে পারিনি। তার মধ্যেই উনি সংবাদমাধ্যমের কাছে চলে গেলেন, অন্যান্য জায়গাতেও অভিযোগ করে বসলেন!’’ 

পরিচালকের বক্তব্য  ‘‘ঋত্বিক আমার ছবিটা করবে না, ঠিক আছে। কিন্তু আমার মতো অনামী পরিচালকের সঙ্গে কাজ করবে না, নামী পরিচালকের ছবি করবে, এই সব কথায় বেশি খারাপ লেগেছে।’’ অন্যদিকে ঋত্বিকের বক্তব্য ‘‘ওই ভাষা আমি ব্যবহার করতে পারি না। আর উনি যে ভাবে নানা জায়গায় আমার নামে অভিযোগ করলেন, তাতে ওঁর সঙ্গে কাজ করার প্রশ্নই নেই। এর বেশি কিছু বলব না। উনি যেখানে অভিযোগ করেছেন, তাঁদের কাছেই জবাব দেব।’’ 

 

 

 

 


మరింత సమాచారం తెలుసుకోండి: