মাসান ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। কিন্তু সঞ্জু ছবি তাঁর
ক্যারিয়ারের গ্রাফটাই পাল্টে দিয়েছে। তারপর উরি –দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির পর
তিনি এখন বলিউডেপ ফার্স্ট চয়েস। আর এরকম নায়ককে স্বপ্নের পুরষ কে না বানাতে চান!
তবে বলিউডে গুঞ্জন, যাঁর সঙ্গে ভিকির ডেট করা নিয়ে কথা চলছে তিনিও বলিউডের প্রথম
সারির অভিনেত্রী। তিনি আর কেউ নন –ক্যাটরিনা কাইফ।
শোনা যাচ্ছে, এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়। প্রথম দিন থেকেই নাকি তারা একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাট শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। যদিও এ ব্যাপারে দুজনের কেউই মুখ খোলেননি। আর এই খবরের সত্যতা ইন্ডিয়া হেরাল্ড যাচাইও করেনি।
click and follow Indiaherald WhatsApp channel