বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম তিনি। আলোকচিত্রীদের ক্যামেরা যে বেশিরভাগ ,ময়ে
তাঁর দিকেই তাক করা থাকে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। জিমে যেতে কিংবা কোনও অনুষ্ঠানে
সবসময়েই আলচনার কেন্দ্রে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ট্রোলও হয়েছে বহুবার।
আরও পড়ুন : ইডেনে গোলাপি বলে টেস্টে বদলে গেল সময়, জেনে নিন হাফ ডজন তথ্য
তবে মানবিকতার জন্য বারবার প্রশংসীত হয়েছেন জাহ্নবী। কখনও নিজের গাড়ির চালতের থেকে শিশুর থেকে বই কেনা কিংবা পথ শিশুকে নিজের খাবার দেওয়া। মানবিক অবতারে বারেবারে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
আরও পড়ুন : বিয়ে ভাঙার পর ফের এনগেজড এই সুন্দরী বলিউড অভিনেত্রী, শেয়ার করলেন হবু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি
আবার তাঁর প্রথম ছবির অভিনয় দেখে বলিউডে অনেকেই বলেছেন এটি যে জাহ্নবীর প্রথম ছবি তা দেখে বোঝাই যায়নি। কারণ, তাঁর অভিনয় ছিল চোখে পড়ার মতো। বাবা বনি কাপুরের প্রযোজনায় বম্বে গার্ল ছবিতে অভিনয় করবেন তিনি। তবে সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডে। সেখানে একটি সাদা রঙের শাড়ি পরেছিলেন জাহ্নবী। যা এককথায় মোহময়ী লাগছিল শ্রীদেবী কন্যাকে। আর সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ছবি-
click and follow Indiaherald WhatsApp channel