সম্প্রতি স্বামীর সঙ্গে মলদ্বীপে বেড়াতে গিয়েছেন ব্রিটিশ-আমেরিকান মডেল এমিলি রাতউস্কি। সেখানে তাঁকে জলে নামতে দেখা গিয়েছে। এমনকী কখনও তাঁকে দেখা গিয়েছে জেলর পাশ দিয়ে সাইকেল চালাতে। এসবের পাশাপাশি নিজের নগ্ন ছবি নিজের সোশ্যাল মিডিয়ার শেয়ার করলেন এমিলি। আর সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এসবের পাশাপাশি কমলা রঙের বিকিনি পরেও ছবি শেয়ার করেন এমিলি রাতাউস্কি।
View this post on Instagram
View this post on Instagram
click and follow Indiaherald WhatsApp channel