লকডাউন, তাই পরিচারিকারও ছুটি। তাই বাড়ির যাবতীয় কাজ নিজেদেরকেই করতে হচ্ছে সেলেবদের। আর বাড়ির কর্তা যদি বাড়িতে থাকেন তাহলে বাসন মাজার দায়িত্ব কার ? হা হা হা...এরকমই অবস্থা রীতেশ দেশমুখের। বন্ধু অজয় দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রীতেশ। যে ভিডিয়োটি বানানো হয়েছে অজয় দেবগনের সিনেমার গান দিয়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির সমস্ত বাসন রীতেশকে দিয়ে মাজাচ্ছেন জেনেলিয়া।
click and follow Indiaherald WhatsApp channel