করোনা মোকাবিলায় কেন অর্থ সাহায্য করছেন না বলিউডের বাদশা শাহরুখ খান, এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সব জল্পনার অবসান মিটিয়ে করোনা মোকাবিলায় অর্থ দান করলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ার তাঁর অর্থ দানের কথা তিনি জানিয়েছেন। ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলি ভিএফএক্স-এর সম্মিলিত উদ্যোগে এই অর্থদানের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল এবং অন্যান্য রাজ্যের নেতারা যে ভাবে করোনার মতো অতিমারির মোকাবিলা করছেন তা এক কোথায় আসাধারণ। আমরা প্রাথমিক ভাবে দিল্লি, কলকাতা, মুম্বই এই তিন শহরকে ফোকাস করছি। এই ক্ষেত্রে যা প্রয়োজন আমরা করব।’’
click and follow Indiaherald WhatsApp channel