বলিউডে শোকের ছায়া যেন শেষই হতে চাইছে না। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। তারপর প্রিয়জন হারানোর একের পর এক খবর আসতেই চলেছে। আবারও শোকস্তব্ধ বলিউড। মারা গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। তবে ওয়াজিদ খানের মৃত্যুর পরপরই ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে হাসপাতালের বেডে বসে দাবাং-এর টাইটেল ট্র্যাক গাইতে শোনা যায় ওয়াজিদকে। ভিডিয়োতে দেখা যায়, দাদা সাজিদ খানের সঙ্গে হাসপাতালের বেডে বসে হুড় হুড় দাবাং দাবাং গাইছেন ওয়াজিদ খান। সঙ্গীত পরিচালকের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা।
click and follow Indiaherald WhatsApp channel