অন্যদিকে, বুধবারই বোম্বে হাইকোর্ট রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার, সান্তাক্রুজ থানায় হাজির হতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর সঙ্গে সান্তাক্রুজ থানায় হাজির হন রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী। বুধবার রিয়াকে শর্ত সাপেক্ষে জামিন দেন বোম্বে হাইকোর্ট। যে শর্তগুলির মধ্যে একটি হল, জামিনে মুক্তির পর টানা ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থানার হাজির দিতে যান রিয়া। বুধবার বম্বে হাইকোর্টের তরফে রিয়ার জামিন মঞ্জুর করা হলেও দেওয়া হয় ৫টি শর্ত। আদলতের নির্দেশ অনুযায়ী দেশের বাইরে বের যেতে পারবেন না রিয়া চক্রবর্তী। থানায় জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। ছবি- ভাইরাল ভায়ানি
click and follow Indiaherald WhatsApp channel