করোনা আক্রান্ত ‘বাহুবলী’র কটাপ্পা ওরফে অভিনেতা সত্যরাজ। জানা গিয়েছে, এই মুহূর্তে স্থিতিশীল অভিনেতা। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সত্যরাজের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেছেন, “ও খুব দ্রুত সেরে উঠছে। দু’তিন দিনের মধ্যে ও বাড়ি ফিরতে পারবে। কিন্তু বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় ওকে নিভৃতবাসে থাকতে হতে পারে।” এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে দেশ জোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেতা। আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। বলিউডের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও করোনা আক্রান্ত হচ্ছেন একাধিক তারকা। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস। বলিউডের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও করোনা আক্রান্ত হচ্ছেন একাধিক তারকা। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস। 

অন্যদিকে, আবার টলিউডেও করোনা থাবা বসিয়েছে। ইতিমধ্যেই বেশকয়েকজন অভিনেতা করোনা আক্রান্ত হয়েছেন। দেব, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি, কৌশানি, ঋদ্ধি সেন থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, পার্ণো মিত্র, অনুভব কাঞ্জিলাল একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় নাম জুড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অভিনেতা। শনিবার সকালে নিজেই একটি টুইট করে জানিয়েছেন এই খবর। তিনি একা নন, করোনা আক্রান্ত তাঁর দুই সন্তানও। ছেলের টিকা নেওয়া হলেও মেয়ে অনেকটাই ছোট। টিকা নেওয়ার বয়সসীমায় পৌঁছয় নি সে,  সেকথাও জানিয়েছেন অভিনেতা।

మరింత సమాచారం తెలుసుకోండి: