মঙ্গলবার ১৮ কোটির কালেকশন করল ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও পর্যন্ত ছবির মোট কালেকশন দেশজুড়ে ৬০ কোটি টাকা। ছবি পরিচালনায় বিবেক আগ্নিহোত্রী। শুরু থেকেই নানা রকম বিতর্কে জড়িয়েছে এই ছবি। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। মুক্তির পাঁচ দিন পরেও বক্স অফিসের দৌড়ে চরম সফল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শের কথায় বক্স অফিসে যেন সুনামি তুলেছে এই ছবি।

অন্যদিকে, মুক্তির সময় থেকেই বিতর্কের শীর্ষে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত  'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত দর্শকদের প্রশংসা ও একাধারে সমালোচনা কুড়িয়ে নিচ্ছে এই ছবি। বক্স অফিসে অসাধারণভাবে পারফর্মও করছে বিতর্কিত। যদিও ছবিটিতে অনুপম খের এবং মিঠুন চক্রবর্তীর মতো বড় নাম রয়েছে, তবুও এই ছবির প্রচারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন পরিচালক। এদিন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বিবেক অগ্নিহোত্রী জানালেন, দ্য কাশ্মীর ফাইলস তৈরির নেপথ্য কাহিনি। তিনি বলেন, এই ছবি তৈরি করতে ৫ হাজার ঘণ্টা গবেষণা করতে হয়েছে এবং প্রায় ১৫ হাজার পৃষ্ঠার নথি সংগ্রহ করা হয়েছে। ২০ মিনিটের ভিডিও দেখান অগ্নিহোত্রী যেখানে কাশ্মীরি পণ্ডিতদের সাক্ষাত্কারের সারাংশ ছিল। প্রসঙ্গত, এরাই সেই সময় কাশ্মীরে উপস্থিত ছিলেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: