গণপিঠুনি এবং জয় শ্রী রাম ধ্বনি নিয়ে কার্যত গর্জে উঠলেন বুদ্ধিজীবীরা। প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ৪৯ জন বুদ্ধিজীবী। চিঠিতে লেখা হয়েছে, ‘জয় শ্রীরাম’ এখন যুদ্ধের স্লোগান। মুসলিম-দলিত ও অন্যান্য সংখ্যালঘুদের গণপিটুনি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণপিটুনিতে দোষীদের জামিন অযোগ্য ধারা এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান করতে হবে। এটা মধ্যযুগ নয়। এক ঝাঁক বিদ্বজ্জনের লেখা চিঠিতে এমনই সব মন্তব্যে তোলপাড় গোটা দেশ। চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন্দ্র তথা মোদী সরকারকে কাঠগড়ায় তুলে অবিলম্বে ধর্মের নামে এই উন্মাদনা বন্ধ করার আবেদন জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতরা। আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগালের মতো চিত্র পরিচালকরা যেমন রয়েছেন, তেমনই এ রাজ্য থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেনের মতো বিশিষ্টরা।


Find out more: