সামনেই পুজো। আর এক মাসও বাকি নেই। জমিয়ে চলছে
কেনাকাটা। কিন্তু এরই মাধে বাধ সাধল বৃষ্টি। কিন্তু কেনই বা বৃষ্টি আর কতদিনই বা
চলবে ? হাওয়া অফিস জানাচ্ছে, ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি
নিম্নচাপ দানা বেঁধেছে। তারই জেরে এই বৃষ্টি চলছে। যার কারণে আগামী ৩ দিন রাজ্যে
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আশার কথা, এক নাগাড়ে বা ভারী বৃষ্টির পূর্বাভাস
নেই। বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন দিন ধরে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি
সেলসিয়াস যা স্বাভাবিক। আগামী কয়েকদিন তাপমাত্রা এরই আশাপাশেই থাকবে।
অন্যদিকে, কলকাতা পলিশের অফিসারের বাড়িতে বিষ্ফোরণের কারণ নিয়ে এখনও তদন্ত চলছে্। কেষ্টপুরের ত্রিমূর্তি অ্যাপার্টমেন্টের বাসিন্দা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর দেবাশিস রায়। শুক্রবার গভীর রাত। হঠাত বিকট শব্দ। সঙ্গে সঙ্গে যে ঘর থেকে বিকট আওয়াজ পান সেই ঘরের দিকে ছুটে যান। দেখেন, সেই ঘরে তাঁর স্ত্রী স্বাতী গুরুতর অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ততক্ষণে আশেপাশের বাসিন্দারও ছুটে এসেছেন। কিন্তু কী থেকে এই বিষ্ফোরণ হলো তা এখনও বোঝা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রান্না ঘরের গ্যাস সিলিণ্ডার ফেটে বিষ্ফোরণ হয়। কিন্তু তা হয়নি। কী থেকে বিষ্ফোরণ হয়েছএ বিন্দুমাত্র বুঝতে পারছেন না দেবাশিসবাবু। ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়েও তদন্ত করানোর আর্জি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিষ্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সমগ্র এলাকা কেঁপে উঠেছিল। দেবাশিস বাবুর বাড়ির চেহারা দেখে তা স্পষ্ট বোঝাও যাচ্ছে। জানালার কাচ ভেঙে বেরিয়ে গেছে। লণ্ডভণ্ড চারিদিক। দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এমনকি ফ্রেমও খুলে গিয়েছে দরজার।
click and follow Indiaherald WhatsApp channel