পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক! বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে...বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে।’’ তখনও পর্য়ন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে নবান্নে, জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে যেটা হল তা ১৯৩৭ সালের কথা মনে করিয়ে দিল। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। আজকে যে তাণ্ডব দেখেছি তাতে খুব আঘাত পেয়েছি। এই পরিস্থিতিতে বাংলা যাতে শিগিগিরই ছন্দে ফিরতে পারে, তার জন্য প্রার্থনা শুরু করলেন বলিউড সেলেবরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আমফান বিধ্বস্ত এলাকার ছবি শেয়ার করে, দুর্গত মানুষদের পাশে আছেন বলে বার্তা দেন করিনা কাপুর খান। পাশপাশি 'আমাদের ভাবার এবার সময় এসেছে' বলেও মন্তব্য করতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে।
click and follow Indiaherald WhatsApp channel