আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করা হয়েছে। এমনকী, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনো নিষিদ্ধ করা হল। রাজ্যে করোনা বিধি না মানলে মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন। কোন নথি দেখালে কলকাতায় ছাড় মিলবে, তা নিয়ে ধন্দে আছেন? সেই ধন্দ দূর করতে এবার বিশেষ ‘ই-পাস’ চালু করল কলকাতা পুলিশ। অনলাইনে সেই পাসের জন্য আবেদন জানাতে হবে। নির্দিষ্ট তথ্য দেওয়ার পর মিলবে ই-পাস। শনিবার কলকাতা পুলিশের তরফে একটি টুইট করে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হয়। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারি সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য ই পাস পরিষেবা চালু করা হয়েছে। যাবতীয় তথ্য দিয়ে আবেদন করলে আবেদনকারীর মেলে পাঠানো হবে ই পাস। যা নিজের গাড়ির স্ক্রিনে ব্যবহার করতে পারবেন আবেদনকারী।

কীভাবে ই-পাসের আবেদন করবেন, দেখে নিন - ১) coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন ২) নয়া একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে 'I Agree' চেকবক্সে টিক মারুন ৩) নয়া একটি পেজ খুলবে। তাতে 'Individual' বা 'Organization' চেকবক্স টিক দিন ৪) এরপর নিজেদের নাম, কোথায় যেতে চান, গাড়ির যাবতীয় তথ্য, কী কারণে যাচ্ছেন, সেই তথ্য জানাতে হবে। একইসঙ্গে ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন ৫) তারপর Submit করুন ৬) ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন ৭) পাস ডাউনলোড করে নিন ৮) চেকিং পয়েন্ট বা পিকেটে সেই পাস দেখান ৯) শুধুমাত্র যে এলাকা দিয়ে যাবেন এবং যে নির্দিষ্ট সময়ের জন্য পাসটি বরাদ্দ করা হয়েছে, শুধুমাত্র সেই সময়ই বাইরে থাকার জন্য ছাড় পাবেন আবেদনকারী

మరింత సమాచారం తెలుసుకోండి: