রাজ্য মন্ত্রিসভায় ছোট বদল। মন্ত্রী সাধন পান্ডে বেশ কয়েক দিন অসুস্থ থাকায়, তাঁর জায়গায় আনা হল অভিজ্ঞ সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee)। রাজ্যে মন্ত্রীদের মধ্যে মমতা সবচেয়ে যার অভিজ্ঞতার ওপর আস্থা রাখেন সেই বালিগঞ্জের বিধায়ক-পোড়াখাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়কেই ক্রেতা সুরক্ষা দফতরে আনলেন দিদি। যে ক্রেতা সুরক্ষা দফতরে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় কাজ করেছেন মানিকতলার বর্ষীয়াণ বিধায়ক সাধন পাণ্ডে (Sadhan Pande)। সাধন পাণ্ডে সুস্থ হয়ে ফিরে এই দায়িত্ব নিন সেটাই চাইছেন মমতা। কিন্তু এখন সাধন পাণ্ডের শারীরিক অবস্থার দেখে গুরুত্বপূর্ণ এই দফতর খালি রাখতে চাইলেন না মুখ্যমন্ত্রী। সাধান পাণ্ডে দীর্ঘদিন অসুস্থ থাকায়, এই দফতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে বলে খবর। তাই সুব্রতকে সাধনের জায়গায় আনলেন মমতা। তবে মন্ত্রিত্ব থেকে না সরিয়ে, আপাতত দফতরবিহীন মন্ত্রী রাখা হল সাধনকে। ভোট চলাকালীন গত এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিলেন সাধন পাণ্ডে। তথন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। গতমাসে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ভেন্টিলেশনেও রাখা হয় মানিকতলার বিধায়ককে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ফলে থমকে রয়েছে তাঁর দফতরের কাজকর্ম। 

রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর হল ক্রেতা সুরক্ষা। প্রতারিত হয়ে ক্রেতারা এই দফতরের দিকেই সুরাহার দিকে তাকিয়ে থাকেন। এই দফতরের কাজে বেশ খুশি মানুষ। সেই দিকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছেন অনেকে। নতুন দফতর পাওয়ার পর সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'আগামী সোমবার মুখ্যমন্ত্রীর কাছে দায়িত্ব বুঝে নেব।'

మరింత సమాచారం తెలుసుకోండి: