দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের আকাশে কালো মেঘের ঘনঘটা। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর তার মধ্যেই এবার তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। মূলত তিস্তার অংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম ও ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরের একাধিক নদীতে জলবৃদ্ধি হতে পারে। দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের স্মৃতি এখনও দগদগে রয়েছে। তার মধ্যেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। পুজোর পরে বাসিন্দাদের দুশ্চিন্তা আরও বাড়ছে। মূলত ব্যারাজে অতিরিক্ত জলের চাপ কমাতেই জল ছাড়া হচ্ছে। দোমোহনি থেকে বাংলাদেশের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগেই আবহাওয়া দফতরের তরফে জানিয়েছিল, আগামী দু-তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া। পার্বত্য এলাকায় ধস ও নদীতে জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। রবিবার থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আপাতত সেখানে বৃষ্টি বিদায় নেওয়ার কোনও পূর্বাভাস নেই। বুধবারে ভারী বৃষ্টি অব্যাহত উত্তরবঙ্গে। মূলত কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৩ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি ও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

మరింత సమాచారం తెలుసుకోండి: