২৬ অক্টোবর ২০২০। পর পর পাঁচ ম্যাচ জিতে লিগ টেবিলের ৪ নম্বরে উঠে একেবারে ফিনিক্সের মতো উত্থান হয়েছে পঞ্জাবের। সপ্তাহ দু’য়েক আগে যে দলের বিদায় নিশ্চিত বলে লিখে ফেলেছিলেন বহু ক্রিকেটবোদ্ধা, তারাই এখন প্লে অফের দৌড়ে অনেকের চেয়ে এগিয়ে। রাহুলদের শেষ দুই ম্যাচ রাজস্থান এবং চেন্নাইয়ের বিরুদ্ধে। দুই দলকে হারিয়ে প্লে অফ খেলবে পঞ্জাব, এমনটাই এখন মনে করছেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। তবে ইতিমধ্যেই প্লেঅফসের সব কিছু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দেখে নেওয়া যাক সেই বিস্তারিত ভাবে - 

৫ নভেম্বর, বৃহস্পতিবার।  প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে লিগ টেবিলের ১ এবং ২ নম্বর দল। দুবাইয়ে খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। ৬ নভেম্বর, শুক্রবার হবে এলিমিনেটর। মুখোমুখি লিগ টেবিলের ৩ এবং ৪ নম্বর দল।  আবু ধাবিতে খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়।  ৮ নভেম্বর, রবিবার।  দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল। আবু ধাবিতে খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়।  ১০ নভেম্বর, মঙ্গলবার, মহারণ।  দুবাইয়ে ২০২০ আইপিএলের মেগা ফাইনাল। মুখোমুখি প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দুই দল। 

మరింత సమాచారం తెలుసుకోండి: