বঙ্গ তনয় অচিন্ত্য শিউলির হাত ধরে পদক পেল টিম ইন্ডিয়া। ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। চলতি কমনওয়েলথে এই নিয়ে ষষ্ঠ পদক পেল ভারত। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। গেমস রেকর্ডও গড়লেন অচিন্ত্য। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য এতটাই অনায়াসে রেকর্ড গড়লেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কিলো তুলে। অচিন্ত্যর বাড়ি হাওড়ার দেউলপুরে। নয় বছর আগে ওঁর বাবা মারা যান। মাটির দেওয়ালের বাড়িতে টিনের ছাদ। মা জরির কাজ করে খুব কষ্টে সংসার চালান। দাদা দমকল দফতরের অস্থায়ী কর্মী। এমন অভাবের সংসারেও অচিন্ত্য লড়ে যাচ্ছেন। এবং স্বপ্ন দেখছেন প্যারিস অলিম্পিকে সোনা জেতার।

অন্যদিকে, চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন জেরেমি লালরিননুঙ্গা (Jeremy Lalrinnunga)। ১৯ বছরের আইজলের ভারোত্তোলক রবিবার বার্মিংহ্যামে পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা জিতেছেন গেমস রেকর্ড করে। গতকাল কমনওয়েলথের দ্বিতীয় দিন মীরাবাই চানু (Mirabai Chanu) দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। এদিন সোনা পেলেন জেরেমি। পকেট সাইজ ডায়নামাইট জেরেমি শুধু গোটা দেশেরই হৃদয় জয় করেননি, পোডিয়ামে দাঁড়িয়ে সারা বিশ্বের মনে জায়গা করে নিয়েছেন। জেরেমি এদিন সোনার পদক গলায় ঝোলানোর পর প্রতিদ্বন্দ্বীদের বুকে টেনে নেন। ডেকে নেন নিজের পোডিয়ামে। জেরেমি কোনও বিভেদ রাখতে চাননি। বুঝিয়ে দিলেন যে, আজ সবাই চ্যাম্পিয়ন। হয়তো পয়েন্টের বিচারে কেউ প্রথম, কেউ দ্বিতীয়, তো কেউ তৃতীয়। আজ হারেনি কেউই।

మరింత సమాచారం తెలుసుకోండి: