মঙ্গলবার টুইট করে কামিন্স লেখেন, “পরের বছর আইপিএলে খেলব না। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। আগামী এক বছর দেশের জার্সিতে প্রচুর টেস্ট এবং এক দিনের ম্যাচ রয়েছে। সেই কারণে অ্যাশেজ এবং বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।” অ্যাশেজ খেলার কথা মাথায় রেখেই আইপিএল থেকে নাম তোলেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের উইকেটরক্ষক কেন্ট দলের হয়ে কাউন্টি খেলতে চান। আইপিএলের থেকে কাউন্টি খেলে টেস্ট দলে জায়গা পাকা করার চেষ্টা করবেন বিলিংস। সোমবার একটি টুইট করে নিজের সরে যাওয়ার কথা জানিয়েছেন বিলিংস। তিনি লিখেছেন, ‘‘কেকেআরের হয়ে আগামী আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েই নিলাম। কেন্টের হয়ে ঘরোয়া ক্রিকেটে বড় ফরম্যাটে আরও সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।’’

অন্যদিকে, ভারতের তারকা স্পিনার আর অশ্বিনের (Ravichandran Ashwin) চোখ থাকবে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022)। স্পেনের হয়ে গলা ফাটাবেন চেন্নাইয়ে ক্রিকেটার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন যে, তিনি বরাবরই 'লা রোজা'। তবে তিনি জানেন না যে, কাতারে তাঁর টিম কেমন পারফর্ম করবে! অশ্বিন বলছেন, 'আমি বরাবর স্পেনের ফ্যান। তবে নিশ্চিত নই যে, তারা এই বছর কেমন পারফর্ম করবে! তবে স্পেনকে দেখার জন্য মুখিয়ে আছি। অনান্য দলগুলিও খেলার মান ধরে নিয়েছে। গতবারের বিশ্বকাপ অসাধারণ হয়েছিল। সত্যি বলতে কিলিয়ান এমবাপের খেলা দারুণ উপভোগ করেছি। আশা করছি অনেক নতুন তারকা ভেসে উঠবে দৃশ্যপটে। তাদের দেখার অধীর আগ্রহ রয়েছে। আমার চোখ থাকবে কাতার বিশ্বকাপে।' স্পেনের কোচ লুইস এনরিকে কিছুদিন আগেই কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড বেছে নিয়েছিলেন। কিন্তু দলে সুযোগ পাননি প্যারিস সাঁ জাঁ-র তারকা ডিফেন্ডার সের্জিও ব়্যামোস। 'হেডমাস্টার'কে রেখেই কাতার যাবে স্পেন। লা রোজা কিন্তু দলে রেখেছে বার্সার বছর কুড়ির ফরোয়ার্ড আনসু ফাতিকে (Ansu Fati)। ব়্যামোসের সঙ্গেই উপেক্ষিত রিয়াল বেটিসের ফরোয়ার্ড বোরহা ইগলেসিয়াস এবং ভিয়ারিয়ালের স্ট্রাইকার জেরার্ড মোরেনোর মতো ফুটবলারও। বাদ থিয়াগো আলকান্তারা এবং ডেভিড ডি গিয়ারা।

మరింత సమాచారం తెలుసుకోండి: