রায়পুরের উইকেট স্পোর্টিং হতে চলেছে।তবে আশা করা হচ্ছে এই উইকেটে পেসাররা বেশি সহায়তা পাবেন স্পিনারদের থেকে।শিশিরের প্রভাব দেখা দিতে পারে ম্যাচ চলাকালীন। উল্লেখ্য, এর আগে আইপিএলের ম্যাচ হলেও কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে। শনিবার প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে এই স্টেডিয়ামে।
অন্যদিকে, দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বড় শাস্তির মুখে টিম ইন্ডিয়া (Team India)। স্লো-ওভার রেটের জন্য ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত শর্মাদের (Rohit Sharma)। প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় এই জরিমানার মুখে পড়ে ভারত।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হবে। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। তিন ওভার বাকি থাকার রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। ম্যাচ রেফারির কাছে ইতিমধ্যেই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে রোহিত শর্মারা। তাই কোনও শুনানি হবে না বলে জানিয়েছে আইসিসি।
বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী এখন আর নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে অধিনায়ককে নির্বাসিত করা হয় না। তাই পরের ম্যাচেও যদি সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারে ভারত, তা হলে আবার ম্যাচ ফি কাটা হবে ক্রিকেটারদের।
click and follow Indiaherald WhatsApp channel