শুধু কি মেয়েরা ধর্ষিত হয় , নাকি পুরুষও ধর্ষিত হয় । না হ্যাশট্যাগ মিটু-র দৌলতে ঝড় বইছে সোস্যাল মিডিয়ায় । এক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষার নিজেদের যৌন হেনস্থার কথা প্রকাশ্যে সামাজিক মাধ্যমে আনছেন । যেমন এনেছেন
পাকিস্তানি পরিচালক জামশেদ মেহমুদ জামি ধারাবাহিক টুইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন।
জামি সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন, ১৩ বছর আগে তাঁকে ধর্ষণ করেছিলেন এক নামজাদা সাংবাদিক। প্রথম থেকে হ্যাশট্যাগ মিটু মুভমেন্টকে সমর্থন করে আসছেন পুরস্কার প্রাপ্ত পরিচালক। আর তার অন্যতম কারণ হল তাঁর নিজের অভিজ্ঞতা।
জামি টুইট করেন, আমি কেন এভাবে মিটু মুভমেন্টকে সমর্থন করি জানেন? কারণ আমি জানি কী ভাবে বিষয়টা হয়। আমাকে মিডিয়া জগতের একজন মহারথী নির্মম ভাবে ধর্ষণ করেছিলেন। সে একজন বিরাট মাপের ব্যক্তি। যদিও উচ্চতায় আমি ওর থেকে লম্বা।
জামি আরও বলেছেন, সেই ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল ছিল। কিন্তু ১৩ বছর আগের সেই দিনটা তাঁর চোখ খুলে দিয়েছিল। এই বিষয়ে কয়েকজন বন্ধুকে বলেছিলেন পাকিস্তানি পরিচালক। কিন্তু কেউই নাকি সে ভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি।
জামশেদ মেহমুদ জামি বলছেন, আমি কয়েকজন বন্ধুকে বলেছিলাম। কিন্তু কেউ এই কথায় গুরুত্ব দেয়নি। আমি সেই ধর্ষকের নামও সবাইকে বলেছিলাম। কিন্তু আমিই হাসির পাত্র হয়ে গিয়েছিলাম। এই ধর্ষণের অভিজ্ঞতা এমন প্রভাব ফেলেছিল যে টানা ৬ মাস তাঁকে মনোবিদের পরামর্শ নিতে হয়েছিল। এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে রেহাই পেতে তাঁকে ওষুধও খেতে হয়েছিল বলে জানান জামি।