‘আমরা কি চা খাব না? খাব না আমরা চা?’ এই ভাইরাল লাইন বলে দিতে হয় না কার মুখ থেকে বেরিয়েছিল ? হ্যাঁ, করোনার প্রথম ঢেউয়ে কাঁপছিল গোটা দেশ। সেই সময় চা পিপাসু এক ব্যক্তির ভিডিয়ো ভাইরাল হয়েছিল।সেই মৃদুল দেব এবার খুলে ফেললেন নিজের চায়ের দোকান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল। দোকানের সঙ্গে একটি ছবি পোস্ট করে 'চা কাকু' লিখেছেন, ' আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানে চা খেতে চাও চলে এসো।' এই দোকানের ঠিকানা 11/3/c বিজয়গড়, কলকাতা 700032। মৃদুল দেবের এই সরল আমন্ত্রণ এড়িয়ে যেতে পারেননি নেটনাগরিকরা। নিমিষে ভাইরাল এই ছবি। 

একটা চায়ের দোকান। কী নেই তাতে? রকমারি পানমশালা থেকে শুরু করে চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট সবকিছুই রেখেছেন মৃদুলবাবু। পেশায় দিনমজুর মৃদুলের দিন আনা দিন খাওয়া সংসার। তাই লকডাউন উপেক্ষা করেই রোজগারের টানে তাঁকে ছুটতে হয়েছে। এরপরই তাঁর পাশে এসে দাঁড়ান সেলেব থেকে শুরু করে রাজনীতিবিদরা। নানা কমেডি, মিম, কৌতুক ভিডিয়োতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মৃদুল দেব। এবার তাঁর নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। পেশায় দিনমজুর মৃদুলের দিন আনা দিন খাওয়া সংসার। তাই লকডাউন উপেক্ষা করেই রোজগারের টানে তাঁকে ছুটতে হয়েছে। এরপরই তাঁর পাশে এসে দাঁড়ান সেলেব থেকে শুরু করে রাজনীতিবিদরা। নানা কমেডি, মিম, কৌতুক ভিডিয়োতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মৃদুল দেব। এবার তাঁর নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

మరింత సమాచారం తెలుసుకోండి: