মহারাষ্ট্রে সরকার গড়ার দৌড়ে তারা নেই বরং তারা চান গণতান্ত্রিক ব্যবস্থায় দ্রূত সরকার গঠন করা হোক । বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়ুক । আব বুধবার সাংবাদিক সম্মেলনে এনসিপি নেতা শরদ পাওয়ার একথা জানান । গত কালই তিনি বলেছিলেন শিবসেনা যদি এনডিএ ছেড়ে বেরিয়ে আসে সেক্ষেত্রে শিবসেনাকে সমর্থন দিতে তারা রাজি আছে । কিন্ত আজ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের শরদ পাওয়ার বলেন , তারা সরকার গঠনে নেই । বরং তারা বিরোধী আসনে বসতে চায় । তাঁর ভাষায় বিজেপি শিবসেনা সরকার গঠন করুক। এনসিপি–কংগ্রেস বিরোধী আসনেই বসতে চায়।
সঞ্জয় রাউতের সঙ্গে কী কথা হল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পওয়ার জানান, রাউত তাঁকে বলেছেন, বিধানসভায় এনসিপিকে সমর্থন জানাবে শিবসেনা। কারণ এমন অনেক বিষয় আছে যা দু’দলেরই কমন ইস্যু। তবে শিবসেনার সঙ্গে ১৭৫ জন বিধায়ক থাকার তত্ত্বটি নিয়ে তাঁর কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন পওয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, “ সঞ্জয় রাউতের কাছে জানতে চাইব কী ভাবে এই সংখ্যাতত্ত্বটি দিলেন তিনি!” পাশাপাশি পওয়ার বলেন, “আমরা চাই বিজেপি–শিবসেনা সরকার গঠন করুক। গণতান্ত্রিক অচলাবস্থা তৈরি হওয়া উচিত নয়।”


మరింత సమాచారం తెలుసుకోండి: