মরন ভাইরাস করোনা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চিকিৎসক মহল এই মরন ভাইরাস নিয়ে চিন্তিত। এরই মধ্যে ভাইরাসের দাওয়াই হিসেবে গোমূত্র খাওয়ার ও গোবর লাগানোর নিদান দিয়ে ফের বিতর্কে জড়ালেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ।
দিনের পর দিন বেড়েই চলেছে ভাইরাস আক্রান্তের মৃত্যুমিছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০০ কাছাকাছি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ছোঁয়াচে ভাইরাসকের প্রতিরোধ করার জন্য দেশবাসীকে গোমূত্র খাওয়ার পরামর্শ দিলেন স্বামী চক্রপাণি মহারাজ। তিনি এও বলেন,' বিশেষ যজ্ঞ করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে ও সারা বিশ্বে এর সমাপ্তি ঘটবে।' সংবাদ মাধ্যমের সামনে দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও পরামর্শ দেন, 'যে ব্যক্তি ওম নমাহ শিবায় উচ্চারণ করবেন ও গোবর শরীরে লাগাবেন, তিনি এই ভাইরাস থেকে দূরে থাকবেন।'
click and follow Indiaherald WhatsApp channel