টি২০ বিশ্বকাপে এক বাঁহাতি ভারতীয় তাঁকে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন। হয়ত সেটা মাথায় রেখেই টেস্টের মঞ্চে ভারতীয় দলকে শ্রদ্ধা জানাচ্ছেন ব্রড। এক সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরেন তিনি। সেখানে লেখেন, ‘ভারত সফর সোজা নয়, গাব্বায় টেস্ট জিতে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমি বলতে পারি ইংল্যান্ড দলেও ভারতের সমর্থক তৈরি হয়েছে ব্রিসবেন ম্যাচের পর। বিশ্বের যে কোনও দল গর্বিত হবে ওই সিরিজ জিতে, তাও আবার একাধিক চোট নিয়ে’। ব্রড লেখেন, ‘ওরা শীর্ষে থাকার যোগ্য। তবে এবার ওদের শত্রু আমরা, আর ভক্ত নই। ওরা অপ্রতিরোধ্য নয়’। ব্রডের দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। তিনি লেখেন, ‘আমার দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। আমাদের শক্তি অনুযায়ী লড়তে হবে। আমাদের দলে এমন ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার রয়েছে, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছে। ভারত দারুণ দল, তবে ওদের হারানো সম্ভব’।
click and follow Indiaherald WhatsApp channel