বহু প্রতিহ্মিত দিবারাতের টেস্ট ম্যাচের আজ সূচনা হতে চলেছে ইডেনে।ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচ খেলা হবে গোলাপী বলে। আর এই ম্যাচের সুচনায় দেশের প্রথম সারির রাষ্ট্রনেতাদের পাশাপাশি হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর এই অনুষ্ঠানের ফাঁকেই বাংলার মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। সুত্রের খবর, শুক্রবার সন্ধ্যে ৬ টায় দক্ষিণ কলকাতার তাজ বেঙ্গল হোটেলে বৈঠক করবেন দুই নেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে৷ তিস্তার জলবণ্টন, এনআরসি, ভিসার সরলীকরণ প্রভৃতি বিষয় নিয়ে কথা হতে পারে৷ কথা হতে পারে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করা নিয়েও। সবে মিলিয়ে ঐতিহাসিক ইডেনের টেস্ট ম্যাচের পাশাপাশি কূটনৈতিক মহলের নজর থাকবে হাসিনা-মমতার এই বৈঠকের দিকেও।
click and follow Indiaherald WhatsApp channel