কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) দুই ছাত্র পুরস্কৃত হল ফিল্ম ফেস্টিভ্যালে৷ ওড়িশায় আয়োজন করা হয়েছিল কলিঙ্গ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল (KGFF)৷ সেখানেই পুরস্কৃত হয়েছেন ওই দুই ছাত্র৷
এবার KGFF-এর চতুর্থ বর্ষ ছিল৷ ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে একাধিক ইনস্টিটিউটের পড়ুয়াদের তৈরি সিনেমা দেখানো হয়৷ তার মধ্যেই প্রথম স্থান পেয়েছে মৈনাক গুহ পরিচালিত ছবি ‘অ্যান ইররেলেভেন্ট ডায়লগ’৷

মৈনাক কলকাতার SRFTI-এর ছাত্র৷ ওই একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন হরিহর সুধন কে৷ তাঁর তৈরি ‘পাথারোসা’ সিনেমাটি দ্বিতীয় স্থান পেয়েছে৷
তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ছাত্র প্রতীক গুপ্ত৷ তিনি তৈরি করেছেন ‘জংশন’ নামে একটি সিনেমা৷ ওই সিনেমায় তাঁকে এই সম্মান এনে দিল৷

প্রথম তিন স্থানাধিকারী ট্রফি ছাড়াও পেয়েছেন আর্থিক পুরস্কার৷ মৈনাক পেয়েছেন এক লক্ষ টাকা, ৫০ হাজার টাকা পেয়েছেন হরিহর৷ আর ৩০ হাজার টাকা দেওয়া হয়েছেন প্রতীককে৷
এছাড়া স্বাধীন চলচ্চিত্র ‘নুরে’ পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড৷ এই সিনেমার পরিচালক আশিস পাণ্ডে৷ ২২ জানুয়ারি শেষ হওয়া এই চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন এক বাঙালি কন্যাও৷

তাঁর নাম প্রত্যয়া সরকার৷ তাঁর পরিচালনায় তৈরি হয়েছে ‘লিটল থিংস’৷ ওই সিনেমাটি পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড৷

మరింత సమాచారం తెలుసుకోండి: