দীর্ঘদিন তিনি বড় পর্দার বাইরে।বিয়ের পর থেকেই হিন্দি ছবির থেকে দুরেই থেকেছেন তিনি।তবে এবার দীর্ঘ ১২ বছর পরে একটি হিন্দি ছবিতে অভিনয় করবেন তিনি।যদিও রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে তাঁর মুখ্ টিভিতে নিয়মিত দেখা যায়।তাঁকে ‘আপনে’ ছবিতে শেষ দেখা গিয়েছিল।
খুব সম্ভবত প্রযোজক রমেশ তউরানির আগামী ছবির মাধ্যমে তিনি বড় পর্দাই কামব্যাক করতে চলেছেন।সেখানে তাঁকে এক লেখিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।ছবিটির পরিচালক হিসাবে থাকছেন আজিজ মির্জার ছেলে হারুন।যদিও ছবিটির নাম এখনো ফাইনাল হয়নি।
শিল্পার সঙ্গে অভিনয় করবেন দিলজিত দসাঞ্জ ও ইয়ামি গৌতম।শুটিং এখনো শুরু হয়নি।শিল্পা এখন বিদেশে ছুটি কাটাচ্ছেন।তিনি ফিরলেই আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হবে।
click and follow Indiaherald WhatsApp channel