২০১৮ –তে ‘জিরো’। তারপর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। এবার কি তাহলে ওয়েব প্ল্যাটফর্মে এন্ট্রি নিতে চলেছেন বলিউড বাদশা ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও ইতিমধ্যেই অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা ডিজিটাল প্ল্যাটফর্মে দাপিয়ে কাজ করছেন। গুঞ্জন এবার বোধহয় সেই তালিকায় নতুন সংযোগ শাহরুখ খান! 

কয়েকদিন আগেই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ফ্লোরে এসেছে ‘বার্ড অফ ব্লাড’। শাহরুখ এই সিরিজ নিয়ে যথেষ্ট উতসাহিত। তবে এবার শোনা যাচ্ছে ‘রাইটার’ হিসাবে আপকামিং পলিটিক্যাল থ্রিলারের এই টিমে নাম লিখিয়েছেন তিনি। শুনতে অবাক লাগলেও এই খবরই পাওয়া গিয়েছে একটি সংবাদমাধ্যম থেকে। শাহরুখ অভিনয় বাদ দিয়ে তাঁর এই লেখা-লেখির কাজটা ভালোই এনজয় করছেন বলে জানা গিয়েছে। সিনেমার আর একটা অংশে তাঁর এই ক্রিয়েটিভি ঘনিষ্ঠ মহলে বেশ প্রশংসিত হয়েছে বলেই খবর। এমনকী কয়েকজন পলিটিক্যল কলামনিস্টের সঙ্গে শাহরুখ কথা বলেছেন বলে শোনা যাচ্ছে।


উল্লেখ্য, শাহরুখের ‘বার্ড অফ ব্লাড’ ২৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে। এরপর ‘বেতাল’ একটি হরর সিরিজ আসছে। যার সহ প্রযোজক স্বয়ং এসআরকে। পরিচালনা করবেন পেট্রিক গ্রাহাম এবং সহ পরিচালক নিখিল মহাজন। মুখ্য চরিত্রে অভিনয় করবেন ভীনিত কুমার সিং এবং অহনা কুমারা।
উল্লেখ্য, শাহরুখের ‘বার্ড অফ ব্লাড’ ২৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে। এরপর ‘বেতাল’ একটি হরর সিরিজ আসছে। যার সহ প্রযোজক স্বয়ং এসআরকে। পরিচালনা করবেন পেট্রিক গ্রাহাম এবং সহ পরিচালক নিখিল মহাজন। মুখ্য চরিত্রে অভিনয় করবেন ভীনিত কুমার সিং এবং অহনা কুমারা।



Find out more: