দিওয়ালীতে মেতে উঠেছে আম জনতা থেকে সেলেবরাও। প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটাতে সবসময়ই মিমি পছন্দ করেন। দিওয়ালিতে শুধু নিজের জন্যই পোশাক কেনেন না, পোষ্যদেরও সাজিয়ে তোলেন একই ভাবে।
ছোট করে কাটা চুল, লাল ওড়না আর লম্বা কানের দুলে অসম্ভব সুন্দরী লাগছে শুভশ্রীকে। সঙ্গে বাড়তি প্রাপ্তি তাঁর হাসি। হাতে প্রদীপের থালা নিয়ে ঘর সাজাতে ব্যস্ত নায়িকা।
দিওয়ালি পার্টি চলছে প্রীতির বাড়িতে। কালো নেট শাড়িতে দিওয়ালি সাজে বন্ধুর বাড়িতে এসে হাজির কাজলও। একসঙ্গে ছবি তুলে সেই মুহূর্তটা শেয়ার করতে ভোলেননি।
উৎসবের দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন সারা। তাই এই সময়টা আলাদা করে কোনও কাজ হাতে রাখেননি। বরং বাবা, ভাই, মা করিনা আর ছোট্ট ভাই তৈমুরের সঙ্গেই বাড়িতে কাটাচ্ছেন তিনি।
আলিয়া ভট্ট এ বারে দিওয়ালি পালন করবেন না। হ্যাঁ ঠিকই পড়ছেন। কারণ ফিল্মের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আলিয়া। জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি উটিতে রয়েছেন। সড়ক ২ ফিল্মের শুটিংয়ের জন্য।
প্রতিবারের মতো এ বারেও অক্ষয় তাঁর পুরো দলের সঙ্গে দিওয়ালি উৎসব পালন করছেন। স্ত্রী টুইঙ্কল খন্নাও রয়েছেন অক্ষয়ের পাশে।
এই মুহূর্তে গোয়াতে রয়েছেন মাধুরী দীক্ষিত। এ বারে দিওয়ালি গোয়াতেই পালন করবেন তিনি। সেখান থেকেই সকলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
দিওয়ালির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনুষ্কা শর্মাও।
click and follow Indiaherald WhatsApp channel