দীপিকা পাড়ুকোন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাঁর অভিনয়, তাঁর নাচ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। আবার কার্তিক আরিয়ানের অভিনয়ও মন কেড়েছে দর্শকের। হঠাৎ কী এমন হলো যে বিমানবন্দরের বাইরে নাচতে শুরু করলেন দু’জনে ? না, কোনও সিনেমার শ্যুটিং নয়, কোনও ক্যামেরা বা কোরিওগ্রাফার ছিল না। হঠাৎ এই নাচের কারণ জানা গেল ইনস্টাগ্রাম থেকে। সেখানে বড় একটা পোস্ট দিয়ে দীপিকা নাচের একটি বিশেষ স্টেপ শেখানোর জন্য আরিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেল, আরিয়ানের আসন্ন ফিল্ম 'পতী পত্নী অউর ও' ছবির ধিমিধিমি গানের একটি স্টেপ শেখার জন্যই দীপিকা সকাল সকাল বিমানবন্দরের বাইরে পৌঁছে গিয়েছিলেন। আরিয়ানের ছবির এই গান মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার #ধিমিধিমিচ্যলেঞ্জ ট্রেন্ডিং। তারকারা এই গানের একটি বিশেষ স্টেপ নেচে তা ইনস্টাগ্রামে শেয়ার করছেন। দীপিকাও হাঁটলেন সেই পথে। দেখুন সেই নাচের ভিডিয়ো -
click and follow Indiaherald WhatsApp channel