শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। এখনই বৃষ্টি না হলেও জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের মধ্যে সারাদেশ মৌসুমী বায়ু প্রবেশ করবে। এই আবহে আগামী সপ্তাহে ওড়িশায় নিম্নচা তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে বাংলায় বৃষ্টি হতে পারে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। এই আবহে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী ৪৮ ঘন্টা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আজকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। এর আগে শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম।

অন্যদিকে, সংক্রমণ বৃদ্ধির হার দেখে অনুমান করা হচ্ছে, করোনার চতুর্থ ঢেউ হয়তো এসে গিয়েছে। তাই এখন অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। অথচ, কোথাও করোনা-বিধি পালনের বালাই নেই। পথে বেরোনো ৯০ শতাংশ মানুষই ঘুরছেন মাস্ক ছাড়া। এর সামগ্রিক ফলাফল হতে পারে ভয়াবহ। এমনটাই আশঙ্কা করছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের কর্তারা। সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর ‘কোভিড প্রোটোকল’ ও ‘অ্যাডভাইসরি’ জারি করেছে। চিকিৎসকেরা মনে করছেন, মাস্ক পরা নিয়ে এ বার রাজ্য সরকারের কঠোর হওয়ার সময় এসেছে। বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৬৭৩।

మరింత సమాచారం తెలుసుకోండి: