করোনা আতঙ্কের জেরে বিশ্ব জুড়ে আতঙ্কের আবহ। সেই পরিস্থিতিতে বাতিল হচ্ছে একের পর এক শ্যুটিং। এবার জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায় একরকম শূণ্য দর্শকাআসনে অনুষ্ঠান হলো। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে সরকারি নির্দেশিকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেরা অভিনেতা- রণবীর সিং (গলি বয়)
সেরা অভিনেত্রী- তাপসী পন্নু (বদলা)
সেরা অনস্ক্রিন জুটি-রণবীর সিং ও সিদ্ধান্ত সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)
সেরা অভিনেতা কৌতুকশিল্পী- কার্তিক আরিয়ান (পতি, পত্নী অউর ও)
সেরা নবাগত অভিনেতা - সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)
সেরা নবাগত অভিনেত্রী- অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্যা ইয়ার)
click and follow Indiaherald WhatsApp channel