করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এসবের মধ্যেই নাকি এক বিড়ম্বনায় পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গুঞ্জন, রণবীর সিংহের ছবি ‘এইটিথ্রি’র প্রযোজক হিসেবে বিড়ম্বনায় পড়লেন দীপিকা। বিগ বাজেট মুভি ‘এইটিথ্রি’র প্রযোজক তালিকায় রয়েছেন দীপিকা, কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা, বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং ফ্যান্টম ফিল্মস, রিলায়্যান্স এন্টারটেনমেন্ট। ছবিটি এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনে রয়েছে। সে সব কাজের তদারকি করছিলেন রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হন। তার পরেই রটে যায় যে, ছবির পোস্ট প্রোডাকশনের সব কাজ এখন থেকে দীপিকা দেখবেন। এতে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। বাকি প্রযোজকদের দীপিকা জানিয়েদেন, খবরটি একেবারেই ভুল। তিনি মনে করেন, এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের সব দায়িত্ব নিতে পারেন একমাত্র কবীর খান, যিনি ছবির পরিচালক ও প্রযোজক।
click and follow Indiaherald WhatsApp channel