অন্যদিকে, ট্রোলড হলেন অঙ্কিতা লোখন্ডে। বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে আদরের ছবি পোস্ট করার পরেই তাঁর দিকে উড়ে এল খারাপ মন্তব্য। কেন ভিকি? সুশান্ত কেন নয়— প্রশ্ন তুললেন সুশান্ত অনুরাগীদের একাংশ! গাঁধী জয়ন্তীর দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতে জীবনের সবচেয়ে কাছের মানুষদের সম্পর্কে দু’এক কথা লিখেছিলেন তিনি। প্রথমে মা, এর পর বাবা আর তার পর একে একে ভাই, বোন এবং সব শেষে ভালবাসার কথা। অনুরাগীদের বোঝাতে চেয়েছিলেন, জীবনে কাছের মানুষদের গুরুত্ব কতটা। ভিডিয়োর একদম শেষে যোগ করেছিলেন একটি ছবি। তাতে অঙ্কিতার বাবা-মা ছাড়াও ছিলেন তাঁর বর্তমান ‘লাভ অব লাইফ’ ভিকি। অঙ্কিতার পাশে দাঁড়িয়ে তাঁকে আগলে ছিলেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel