অন্যদিকে, বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় কৃষকদের নিশানা করে টুইট করেছিলেন বলিউডের ‘ক্য়ুইন’। সেই টুইটকে ঘিরেই কর্নাটকে কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। টুমকুরু জেলায় কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত ২১ সেপ্টেম্বর কঙ্গনার টুইটে তিনি আগাত পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী এল রমেশ নায়েক। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে পুলিশকে এফআইআর দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দেয় তুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।
click and follow Indiaherald WhatsApp channel