অন্যদিকে, সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন রিয়া চক্রবর্তী। জানা যাচ্ছে, অঙ্কিতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর কিছুদিন পর থেকে অভিনেতার জন্য বিচার চেয়ে অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো পোস্ট করতে থাকেন। শুধু তাই নয়, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অঙ্কিতা দাবি করেছিলেন সুশান্ত কখনওই মানসিক অবসাদে ভোগেননি। অভিনেত্রীর কথায়, সুশান্তকে তাঁর চেয়ে ভাল কেউ চেনেন না এবং তিনি নিশ্চিত ভাবে বলেছিলেন অবসাদের জেরে অভিনেতা কখনওই আত্মহত্যা করতে পারেন না। সম্পর্কে থাকাকালীন কোনওদিন সুশান্তের মধ্যে মানসিক অবসাদের কোনও লক্ষণ দেখেননি বলে দাবি করেছলেন অঙ্কিতা। নাম না করেও সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। পাশাপাশি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেফতার করার পরে অভিনেত্রীকে খোঁচা দিয়ে ‘সত্যমেব জয়তে’ লিখে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অঙ্কিতা।
click and follow Indiaherald WhatsApp channel