অন্যদিকে, বলিউডের একজন খ্যাতনামা পরিচালকই সুশান্তকে প্রথম মাদকের নেশা ধরিয়েছিলেন। NCB-কে জেরায় এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে ওই পরিচালক সুশান্তকে নিজের সঙ্গে বলিউডের পার্টিতে নিয়ে যেতেন। প্ররোচনায় পা দিয়ে পার্টিতে সুশান্ত কোকেন, LSD, মারিজুয়ানা সেবন করতে পারেন বলে NCB-কে জানিয়েছেন রিয়া। আর এই তথ্য তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সুশান্ত জানিয়েছিলেন বলে দাবি করেছেন রিয়া। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ধৃত অভিনেত্রী দাবি করেছেন যে সুশান্তের লোনাভলা ফার্ম হাউসটি অভিনেতার বলিউডের বন্ধুরা মাদক পার্টির জন্য ব্যবহার করতেন। তবে ওই পার্টিতে রিয়া নিজে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। রিয়া দাবি করেন, বলিউডের দুজন ক্ষমতাবান ব্যক্তিত্ব, দুই বড় অভিনেতা সহ আরও কয়েকজন অভিনেতা সুশান্তকে এই নিষিদ্ধ মাদক দিতেন বলে জানিয়েছেন রিয়া। রিয়া দাবি করেন, বলিউডের দুজন ক্ষমতাবান ব্যক্তিত্ব, দুই বড় অভিনেতা সহ আরও কয়েকজন অভিনেতা সুশান্তকে এই নিষিদ্ধ মাদক দিতেন বলে জানিয়েছেন রিয়া।
click and follow Indiaherald WhatsApp channel