প্রয়াত অভিনেতা মন্দিরা বেদীর স্বামী ও পরিচালক রাজ কৌশল। পরিচালক অনির টুইট করে জানান এই খবর। সোশ্যাল মিডিয়ায় এদিন অনির লেখেন, ''খুব তাড়াতাড়ি চলে গেলে। আজ সকালে পরিচালক ও প্রযোজক রাজ কৌশলকে হারালাম আমরা। খুব দুঃখজনক। আমার প্রথম ছবি মাই ব্রাদার নিখিল-এর প্রযোজক ছিলেন তিনি। হাতে গোনা সেই কয়েকজনের মধ্যে একজন যিনি আমার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করেছিলেন, পাশে ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।'' বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। বলিউড সূত্রে খবর, রাজের ঘনিষ্ঠ বন্ধু জিতু সাভলানি সংবাদমাধ্যমকে প্রথম রাজের মৃত্যুর খবর দেন। পেশায় পরিচালক রাজ ‘প্যায়ার মে কভি কভি’, ‘শাদি কা লাড্ডু’-র পাশাপাশি বিজ্ঞাপনের একাধিক ছবিও তৈরি করেছেন। খবর, রবিবারেও ঘনিষ্ঠ জনদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন মন্দিরা-রাজ। উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সাগরিকা ঘাটকে, ক্রিকেটার জাহির খান সহ একাধিক তারকা ব্যক্তিত্ব। দুঃসংবাদ পাওয়ার পরেই তাঁদের বাড়িতে প্রথম আসেন আশিস চৌধুরী।

একজন কপিরাইটার হিসাবে নিজের পথচলা শুরু করেছিলেন রাজ। পরবর্তীতে মুকুল আনন্দ, সুভাষ ঘাইয়ের ত্রিমূর্তি-র মতো ছবিতে সহকারী হিসাবেও কাজ করেছিলেন। ১৯৯৮ সালে নিজের বিজ্ঞাপন সংস্থা শুরু করেন এবং প্রায় ৮০০টির উপরে কর্মাশিয়াল পরিচালনা করেছেন। রাজ কৌশলের মৃত্যুতে শোকাহত মুম্বইয় ফিল্ম ইন্ডাস্ট্রি। রাজ কৌশলের মৃত্যুতে শোকাহত মুম্বইয় ফিল্ম ইন্ডাস্ট্রি।

మరింత సమాచారం తెలుసుకోండి: