পটাশপুর - অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর - সুনীতা সিং
ভগবানপুর - রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি - শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ - অরূপকুমার দাস
রামনগর - স্বদেশরঞ্জন নায়েক
এগরা - অরূপ দাস
দাঁতন - শক্তিপদ নায়েক
নয়াগ্রাম - বাকুল মুর্মু
গোপীবল্লভপুর - সঞ্জিৎ মাহাতো
ঝাড়গ্রাম - সুখময় শতপথী
কেশিয়াড়ি - সোনালি মুর্মু
খড়গপুর - তপন ভুঁইয়া
গড়বেতা - মদন রুইদাস
শালবনি - রাজীব কুণ্ডু
মেদিনীপুর - সমিত দাস
বিনপুর- পালন সরেন
বান্দোয়ান - পারসি মুর্মু
বলরামপুর - বানেশ্বর মাহাতো
বাঘমুন্ডি- আজসু
জয়পুর - নরহরি মাহাতো
পুরুলিয়া - সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার - গৌরী সিং সর্দার
পারা - নদিয়া চাঁদ বাউড়ি
রঘুনাথপুর - বিবেকানন্দ বাউড়ি
শালতোড়া - চন্দনা বাউড়ি
ছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ - ক্ষুদিরাম টুডু
রাইপুর - সুধাংশু হাঁসদা
গোসাবা - চিত্ত প্রামাণিক
পাথরপ্রথিমা - অসিত হালদার
কাকদ্বীপ - দীপঙ্কর জানা
সাগর - বিকাশ কামিলা
তমলুক - হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব - দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতি
ময়না - অশোক দিন্দা
নন্দকুমার - নীলাঞ্জন অধিকারী
মহিষাদল - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
হলদিয়া - তাপসী মণ্ডল
নন্দীগ্রাম - শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর - পুলককান্তি গুড়িয়া
নারায়ণগড়- রামপ্রসাদ গিরি
সবং- অমূল্য মাইতি
পিংলা- অন্তরা ভট্টাচার্য
ডেবরা- ভারতী ঘোষ
দাসপুর - প্রশান্ত বেরা
ঘাঁটাল- শীতল কাপত
চন্দ্রকোণা- শিবরাম দাস
কেশপুর- প্রীতিশ রঞ্জন কুয়ার
তালড্যাংরা - শ্যামল সরকার
বাঁকুড়া - নীলাদ্রী শেখর দানা
ওন্দা - অমর শঙ্খ
বিষ্ণুপুর - তন্ময় ঘোষ
কোতুলপুর - হরকালী প্রতিহার
ইন্দাস - নির্মল ধাড়া
সোনামুখী - দিবাকর ঘরামি
রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, আদতে বিজেপির এই দফার প্রার্থী তালিকায় কোনও চমক নেই। তবে গেরুয়া শিবিরের কৌশলগত অবস্থান স্পষ্ট, মমতার বহিরাগত আক্রমণকে ভোঁতা করতেই ভূমিপুত্রদের প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। চোখে পড়ার মতো প্রার্থী আদিবাসী-সহ তপশিলী জাতি-উপজাতি প্রার্থী।
click and follow Indiaherald WhatsApp channel