শুক্রবার নারদ মামলার শুনানি শেষ হওয়ার পর হাই কোর্ট সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় অর্থাত  চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সন্ধেয় প্রেসিডেন্সি জেল থেকে চেতলার বাড়িতে ফিরলেন ফিরহাদ হাকিম। পুলিশের গাড়িতে করে তিনি ঘরে ফেরেন। কিন্তু বাকি তিন জন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে আপাতত হাসপাতালেই রাখা হচ্ছে মেডিক্যাল বোর্ডের নির্দেশে। তবে গৃহবন্দি অবস্থায় চার নেতা-মন্ত্রীকে মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। এবার গ্রেফতারি থেকে গৃহবন্দি অবস্থার ঘটনাক্রম দেখে নেওয়া যাক একনজরে -

১৭ মে, ২০২১

* সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। নিয়ে আসা হয় নিজাম প্যালেসে

* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে ৬ ঘণ্টা থাকেন

* নিজাম প্যালেসের বাইরে তুমুল বিক্ষোভ হয়

* নিম্ন আদালত চার নেতা-মন্ত্রীকে অর্ন্তবর্তী জামিন দেয়

* রাতেই সিবিআইয়ের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

১৮ মে, ২০২১

* চার নেতা-মন্ত্রী আদালতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেন

১৯ মে, ২০২১

* শুনানি চলে দীর্ঘক্ষণ, তারপর শুনানি স্থগিত হয়

২০ মে, ২০২১

* শুনানি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত শুনানি হয়নি

২১ মে, ২০২১

* চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ।

* নারদ-মামলা শুনানির জন্য পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।

২৪ মে, ২০২১

আগামী সোমবার সকাল ১১টায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হবে ওই মামলার শুনানি। ফলে ফের ওইদিন নারদ-মামলার শুনানি প্রথম থেকে হবে বলে জানা যাচ্ছে।


మరింత సమాచారం తెలుసుకోండి: