গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন নির্দেশিকা চালু করেছেন, তাতে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিলেও জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব কিছু বন্ধ রাখার নিয়ম এখনও বজায় রাখার কথা বলে হয়েছে। কিন্তু তা যথাযথ মানা হচ্ছে না বলেই মনে করছে নবান্ন। তৃতীয় ঢেউ আসার আগে পরিস্থিতি হাতের বাইরে চলে যাক তা চায় না নবান্ন (Nabanna)। একইসঙ্গে মানুষের রুটি-রুজির জন্য একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পরেও অনেক জায়গায় দোকান, অফিস খোলা রাখা হচ্ছে। চলছে যানবাহন। তাই সরকারি বিধি কার্যকর করতে প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার এ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি বৈঠক করেন। সেখানে রাজ্যের সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকেই বলা হয়েছে, নাইট কার্ফু মানায় বাধ্য করতে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।
click and follow Indiaherald WhatsApp channel