৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী -
* প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা।
* নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ টাকা।
* স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গান্ধীনর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। গতবছর এর পরিমাণ ছিল ১.৬ কোটি টাকা।
* ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সঞ্চিত রয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা।
* লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকা।
* ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন নরেন্দ্র মোদী।
* নরেন্দ্র মোদীর কাছে ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকার মূল্যের চারটি সোনার আংটি রয়েছে মোদীর কাছে।
* ১.১ কোটি টাকা পরিমাণের একটি বসত সম্পত্তি রয়েছে তাঁর। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা তাঁর। এই সম্পত্তিটি ৩,৫৩১ স্কোয়ারফিটের। ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটি তিনি কিনেছিলেন মাত্র ১.৩ লক্ষ টাকার বিনিময়ে।
* প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনও সম্পত্তিতে আর বিনিয়োগ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
* নরেন্দ্র মোদীর নামে কোনও ঋণ নেই।
click and follow Indiaherald WhatsApp channel